logo ২২ এপ্রিল ২০২৫
বেক্সিমকো ফার্মার ঋণমান “এএ”
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জানুয়ারি, ২০১৬ ১২:০৯:৩৭
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা দীর্ঘ মেয়াদে ‘এএ’ (AA) ঋণমান অর্জন করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির এ মান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি জানিয়েছে, স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) তাদের মান নির্ধারণ করেছে এসটি-২ (ST-2)


কোম্পানিটি আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৫ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে এ মান নির্ধারণ করেছে।


প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/৩জানুয়ারি/জেএস)