logo ২২ এপ্রিল ২০২৫
উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ ডিসেম্বর, ২০১৫ ১৪:০৯:০৮
image


ঢাকা:  উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতনের সৃষ্টি হয়েছে। রবিবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৯৯ লাখ টাকা। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ১.৫৭ পয়েন্ট। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৭ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো। এ কোম্পানির লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার। ৭ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের লেনদেনের পরিমাণ ৬ কোটি ১৩ লাখ ৫৪ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে- এসিআই, বেক্সিমকো ফার্মা ও সিঙ্গারবিডি।

সিএসইতে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৭.২৫ পয়েন্ট কমে ৮৫৪২.৮১ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেডএ)