logo ২২ এপ্রিল ২০২৫
নগদ লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ ডিসেম্বর, ২০১৫ ১২:২০:২৬
image

ঢাকা: সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।


প্রসঙ্গত, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


সভায় ৩০ জুন ২০১৫ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা।


(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেএস)