logo ২২ এপ্রিল ২০২৫
সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৯:১৩
image


ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৭৯.১৯ শতাংশ। একই সাথে বাজার মূলধন ১.৪৯ শতাংশ ও মূল্য সূচক ১.৯৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৮৭ কোটি টাকা। যার পরিমাণ এর আগের সপ্তাহে ছিল ১ হাজার ২২০ কোটি টাকা। এ হিসাবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৭৯.১৯ শতাংশ। কিন্তু আগের সপ্তাহে বিজয় দিবস উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকায় ৫ দিনের পরিবর্তে ৪ দিন লেনদেন হয়েছিল। যে কারণে লেনদেনের পরিমাণও তুলনামূলক কম হয়। যাতে গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় মোট লেনদেনে ৭৯.১৯ শতাংশ বেশি হলেও দৈনিক গড় হিসাবে হয়েছে ৪৩.৫৫ শতাংশ।

আগের সপ্তাহে (১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর) গড় লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৯ লাখ টাকা। আর গত সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর) গড় লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৩৬ লাখ টাকা।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯০.৬১ শতাংশ হয়েছে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে। ২.৭৭ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৬.০৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৫৬ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩২৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৬৫টি ইস্যুর এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

বেশীরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়ে যাওয়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৭.৪৫ পয়েন্ট। সূচক উত্থানের এ হার ১.৯৩ শতাংশ।

গত সপ্তাহে ৪৫২০.৮৮ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু লেনদেনের। যা সপ্তাহ শেষে দাড়িয়েছে ৪৬০৮.৩২ পয়েন্টে। আগের সপ্তাহে সূচক কমেছিল ৬২.৫৪ পয়েন্ট।

এ ছাড়া গত সপ্তাহে ডিএসই ৩০ সূচক ১.৬১ শতাংশ বা ২৭.৬৯ পয়েন্ট বেড়ে ১৭৪৭.৪৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১.৪৬ শতাংশ বা ১৫.৮৯ পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষে ১১০৬.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আগের সপ্তাহের তুলনায় ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.৪৯ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ১০ হাজার ৪৮৫ কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ১০৬ কোটি টাকায়।

সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৮৭ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের মোট লেনদেনের ৩.৯৮ শতাংশ লেনদেন হয়েছে এ কোম্পানির। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেল। এ কোম্পানির ৭০ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন হয়েছে, যা বিদায়ী সপ্তাহের মোট লেনদেনের ৩.২৪ শতাংশ। অপরদিকে ৬১ কোটি ৬২ লাখ ১৩ হাজার টাকা লেনদেনের ফলে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। লেনদেনে এর পর রয়েছে যথাক্রমে- কেডিএস এক্সেসরিজ, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস ও বিএসআরএম স্টিল লিমিটেড।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেডএ)