ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৫ ১৭:১৫:৫৯

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন দিন ধরে শেয়ারের লেনদেন এবং প্রধান মূল্যসূচক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে আজ মঙ্গলবার ৩২০টি কোম্পানির ১১ কোটি ৪৭ লাখ ১৩ হাজার ৭০৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫২৬ কোটি ২৫ লাখ ২৭ হাজার ৪০০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৩৮ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪.৮৬ পয়েন্ট বেড়ে ৪৫৯৩.৭৪ পয়েন্ট,ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪৯ পয়েন্ট বেড়ে ১৭৪৪.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক পয়েন্ট ৩.০১ বেড়ে ১১০৪.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সসোরিজ, আফতাব অটোস, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল ও বিএসআরএম স্টিল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রগতি ইন্সুঃ, গ্রীন ডেল্টা, এশিয়া প্যাসেফিক, বেক্সিমকো লি., সিম টেক্স, অ্যাপোলো ইস্পাত, সেন্ট্রাল ফার্মা, সুহৃদ ইন্ডা., এসিআই ফর্মুলা ও ফার্স্ট ফাইন্যান্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিমা ফুড, ইসলামি ইন্সু., এপেক্স স্পিনিং, পদ্মা অয়েল, রিলায়েন্স ইন্সুঃ, এপেক্স ফুডস, বীচ হ্যাচারী, সিনো বাংলা, রূপালি লাইফ ইন্সু. ও মিরাক্যাল ইন্ডা.।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেবি)