logo ২৩ এপ্রিল ২০২৫
বারাকা পাওয়ারের ঋণমান “এএ২”
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ ডিসেম্বর, ২০১৫ ১২:০৫:৫৯
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড ‘এএ২” (AA2) ঋণমান অর্জন করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) কোম্পানিটির এ মান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০১৫ পর্যন্ত দায়দেনার হালনাগাদ তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ মান নির্ধারণ করেছে।


প্রসঙ্গত, বারাকা পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও বাকী ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।


কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা।


(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেএস)