logo ২৩ এপ্রিল ২০২৫
ছয় কোম্পানির এজিএম আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ ডিসেম্বর, ২০১৫ ১১:৩০:৫৪
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ রবিবার।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


আজ যেসব কোম্পানির এজিম অনুষ্ঠিত হবে সেই কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।


মুন্নু সিরামিক


মুন্নু সিরামিক কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এদিন ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে।


বিকন ফার্মাসিউটিক্যালস


বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এদিন ময়মনসিংহের ভালুকার কাঠালীতে অবস্থিত নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে।


আনলিমা ইয়ার্ন ডায়িং


আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। এদিন সাভারের কর্ণপাড়ায় অবস্থিত নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে।


মোজাফফর হোসাইন স্পিনিং মিলস


মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। এদিন ঢাকার বারিধারার ডিওএইচএস (DOHS) বারিধারা কনভেনশন সেন্টারে এ এজিএম অনু্ঠিত হবে।


বিচ হ্যাচারি


বিচ হ্যাচারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১ টায়। এদিন কক্সবাজারের টেকনাফের মহেশখালিয়া পাড়ায় অবস্থিত নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে।


সায়হাম টেক্সটাইল মিলস


সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায়। এদিন হবিগঞ্জের মাদবপুরের সায়হাম নগরের নয়াপাড়ার মিল প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।


(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/জেবি)