দরপতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪৪:৩৫

ঢাকা: পতনের ধারা থেকে বেরিয়ে আসতে পারছে না দেশের পুঁজিবাজার। আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসেও দুই বাজারেই দরপতন হয়েছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৪৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬১ কোটি টাকা বা ২১ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ, শাশা ডেনিমস, কেডিএস অ্যাক্সেসরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খুলনা পাওয়ার কোম্পানি।
এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/জেবি)