logo ২৩ এপ্রিল ২০২৫
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন উভয় পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৫ ১৩:১৮:২৬
image

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।


সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ১২.০৯ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫২৬.০৭ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।


দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৯ কোটি ৭৬ লাখ টাকা।


লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ কোম্পানির লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার। ৭ কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাশেম ড্রাইসেল। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেনের পরিমাণ হচ্ছে ৬ কোটি ৫ লাখ ১ হাজার টাকা। লেনদেন এরপরে রয়েছে যথাক্রমে রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, লাফার্জ সুরমা সিমেন্ট।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৪.৩৬ পয়েন্ট বেড়ে ৮৪১১ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে ৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ারের।


(ঢাকাটাইমস/ ১৭ ডিসেম্বর / এআর / ঘ.)