logo ২৩ এপ্রিল ২০২৫
দুই বাজারেই বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:১৮:৪৭
image

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় আজ সোমবার লেনদেন বেড়েছে। ডিএসইতে আজ সূচক নিম্নমুখী; তবে মিশ্র ধারায় লেনদেন হয়েছে সিএসইতে।


ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৩৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬০ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি টাকার শেয়ার।


সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল মিলস, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক, আফতাব অটোমোবাইলস এবং কেডিএস এক্সেসরিজ।


সিএসইতে আজ ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।


(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেবি)