logo ২৩ এপ্রিল ২০২৫
এনভয় টেক্সটাইলের লেনদেন চালু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ডিসেম্বর, ২০১৫ ১২:০৫:৪৬
image

ঢাকা: রেকর্ড ডেটের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের লেনদেন চালু হয়েছে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে, গত ৭ ডিসেম্বর সোমবার থেকে এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়। শেষ হয় গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার।


প্রসঙ্গত, এনভয় টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ। বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ০৯ পয়সা।


‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/জেএস)