এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৫ ১১:৪৩:২৯
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এল আর গ্লোবাল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ফান্ডের ট্রাস্টি এ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডের সঞ্চিত আয় এবং ডিভিডেন্ড ইক্যুলাইজেশন রিজার্ভ থেকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির করপরবর্তী মুনাফা হয়েছে ২৫ কোটি ৯ লাখ ১০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ৮১ পয়সা। বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য ১১.২৮ টাকা এবং ক্রয়মূল্য হিসাবে সম্পদমূল্য ১১.৩৭ টাকা।
২০১১ সালে ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/জেএস)