বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৫ ১৬:২৫:৩৯

ঢাকা: অবশেষে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক ও লেনদেন।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৫৫ লাখ টাকার। যা গতকালের তুলনায় ৫০ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বিএসআরএম স্টিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, মালেক স্পিনিং মিলস, সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেলস, সাইফ পাওয়ারটেক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
একইসঙ্গে আজ চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেবি)