logo ১৭ মে ২০২৫
পুঁজিবাজারে টানা দরপতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ নভেম্বর, ২০১৫ ১৬:৫৮:৫৮
image

ঢাকা: চলতি সপ্তাহে টানা দরপতন হয়েছে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গত দিন দিন ধরেই অব্যাহত আছে দরপতন। উভয় বাজারে আজ বুধবার লেনদেনও কমেছে।


ওয়েবসাইট সূত্রে জানা যায, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায়  ৫৫ কোটি টাকা বা ১২ দশমিক ৪৬ শতাংশ কম। আগের দিন এ বাজারে ৪৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫‌১টির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৭ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ট্রান্সমিসন, ফার কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো এবং কাশেম ড্রাইসেলস।


বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির, দর কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।


(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি)