logo ২৩ এপ্রিল ২০২৫
প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৫ ১৩:৫৪:৫২
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদ বাড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছে বলে ফান্ডের সম্পদ ব্যবস্থাপক আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


২০১৬ সালের ১৪ মার্চ ফান্ডটির মেয়াদ ৭ বছর পূর্ণ হবে। ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডের মেয়াদ বাড়ানোর জন্য বিএসইসিতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিএসইসি আরও ৩ বছরের জন্য ফান্ডটির মেয়াদ বাড়িয়েছে। তবে এরপর আর মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ফান্ডের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি।


১০ মেয়াদ পূর্ণ হলে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডটি অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তর করতে হবে।


২০০৯ সালে এ ফান্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেএস)