logo ২৩ এপ্রিল ২০২৫
বুধবার থেকে পুঁজিবাজারের তথ্য মোবাইলে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৫ ১৩:৩৭:৪৪
image

ঢাকা: পুঁজিবাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে সহজে পৌঁছে দিতে মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে ‘ডিএসই ইনফো’ সার্ভিস চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বুধবার নতুন এ সেবা চালু করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি থাকবেন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি বিভাগ বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য ১০০টি মোবাইল অ্যাপলিকেশন তৈরির কাজ করছে। এরই অংশ হিসেবে ডিএসই’র জন্যও একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি)