মিশ্র প্রবণতায় শেষ লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ নভেম্বর, ২০১৫ ১৯:৪৬:৪১
ঢাকা: পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে ওঠা-নামা পরিলক্ষিত হয়েছে।
বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে দশমিক ৩২ পয়েন্ট। তবে পতন ঘটেছে অন্য দুটি সূচকের। এর মধ্যে ডিএসই-৩০ সূচকটি কমেছে ১ পয়েন্ট এবং ডিএসই শরীয়হ্ সূচক কমেছে ১ পয়েন্ট। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ১৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি ৩ লাখ টাকা কম। এর মধ্যে ১৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ১৩৭টি এবং অপরিবর্তীত রয়েছে ২৯টির।
একই দিন অপর বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়েছে। তবে কমেছে সিএসআই কমেছে ৩ পয়েন্ট । এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকার। এ বাজারে ৯০টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ১০২টির এবং অপরিবর্তীত আছে ৩৬টির।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসবি)