logo ১৭ মে ২০২৫
সূচকের পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ নভেম্বর, ২০১৫ ১৬:৫৭:০১
image

ঢাকা: পতনের ধারায় আটকে গেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিন রবিবার ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে কমেছে সূচক।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার ডিএসইতে ২২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮২ কোটি টাকা বা ২৭ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩০৪ কোটি টাকার শেয়ার।


আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে চার হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৬ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিসন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কাশেম ড্রাইসেলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়ের ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট এবং স্কয়ার ফার্মা।


এদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫২৪পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।


 (ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেবি)