logo ২৪ এপ্রিল ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ নভেম্বর, ২০১৫ ১৭:৫৪:১২
image

ঢাকা: টানা দুইদিন অব্যাহত দরপতনের পর আজ মিশ্র প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন। তবে উভয় বাজারেই আজ লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।


ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার ডিএসইতে ২৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৭ কোটি টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে ৩২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮১ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড,  কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়েল এবং সাইফ পাওয়ারটেক।


মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, দর কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।


(ঢাকাটাইমস/১০নভেম্বর/জেবি)