ওরিয়ন ইনফিউশনের নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৫ ১১:৩৬:৪৫
ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ২৬ নভেম্বর। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) নয় টাকা ২১ পয়সা।
গত হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাত কোটি ৪১ লাখ টাকা, শেয়ারপ্রতি এনএভি আট টাকা ১৫ পয়সা ও ইপিএস তিন টাকা ৬৪ পয়সা।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/জেএস)