লেনদেনে গতি এসেছে উভয় পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৫ ১৩:০৬:২২

ঢাকা: কয়েক দিনের মন্দা অবস্থা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনের গতি ফিরে এসেছে।
আজ দিনের প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ১২.২০ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৪৮.২৫ পয়েন্টে।
এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর। দরবৃদ্ধির শীর্ষে রয়েছে গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১। ৯.৮৩ শতাংশ দর বেড়ে ফান্ডটির ইউনিট ২০.১ টাকায় লেনদেন হচ্ছিল। দরবৃদ্ধির দ্বিতীয়স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারের শেয়ার ৯.৮২ শতাংশ বেড়ে ১৯ টাকায় ও তৃতীয়স্থানে থাকা সমতা লেদারের দর ৯.৭৬ শতাংশ বেড়ে ২৩.৬ টাকায় লেনদেন হচ্ছিল।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৭৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। ১২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইফাদ অটোস। তৃতীয় স্থানে থাকা কাশেম ড্রাই সেলের লেনদেনের পরিমাণ হচ্ছে ৭ কোটি ২৭ লাখ ৬১ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড মিল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৩০.২০ পয়েন্ট বেড়ে ৮৪৭০.২০ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
(ঢাকাটাইমস/ ০৩ নভেম্ববর /এআর/ ঘ.)