logo ২৪ এপ্রিল ২০২৫
বেঙ্গল উইন্ডসরের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ অক্টোবর, ২০১৫ ১১:২৭:৫৭
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশের ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ১৮ নভেম্বর।


২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৬৫ পয়সা।


কোম্পানিটি ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/২৯অক্টোবর/জেএস)