রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ অক্টোবর, ২০১৫ ১১:২১:৩০
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ৪০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ৯টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকের্ড ডেট আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৭৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৫ টাকা পাঁচ পয়সা।
১৯৮৮ সালে শেয়ারবাজারে এ কোম্পানি তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেএস)