লেনদেন বাড়লেও কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৫ ১৮:৪৪:৫৫

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বুধবার লেনদেন বেড়েছে। তবে ডিএসই মূল্যসূচক কমেছে।
ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানির ১০ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৫৬ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ১ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৪৬৪৭ দশমিক ৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৭৬২ দশমিক ৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২ দশমিক ২৭ কমে ১১১৩ দশমিক ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৫ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি-হলো-লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, শাহাজীবাজার পাওয়ার, আমান ফীড, বেঙ্গল উইন্সডোর, সাইফ পাওয়ার, ইউসিবিএল, গ্রামীণ ফোন ও ফার কেমিক্যাল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-অরিয়ন ইনফিউশন,এক্সিম ১ম মি. ফা,ফারইস্ট নিটিং,বেঙ্গল উইন্সডোর, সিটি জেনারেল ইন্সুঃ, আইসিবি, সানলাইফ ইন্সুঃ, ফার কেমিক্যাল, ইস্টার্ন ইন্সুঃ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ৩য় আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং, কে অ্যান্ড কিউ, আইএফআইসি, স্ট্যান্ডার্ড সিরামিকস, এপেক্স ফুডস, মুন্নু সিরামিকস, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম টেক্স ও সোনারগাঁও টেক্সটাইল।
(ঢাকাটাইমস/ ২১ অক্টোবর /এআর/ ঘ.)