logo ০৮ মে ২০২৫
গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় কমেছে ২২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ অক্টোবর, ২০১৫ ১১:৪০:২৬
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২২ শতাংশ। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে তিন টাকা সাত পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল তিন টাকা ৯৬ পয়সা। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস হয়েছে ১০ টাকা ৮৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৭৯ পয়সা।  


এদিকে, গত ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৯ টাকা ৫৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২০ টাকা ৩৫ পয়সা।


গ্রামীণফোন গত ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।


২০১৪ সালে শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে এক হাজার ৯৮০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৩ টাকা ২৩ পয়সা ও ইপিএস ১৪ টাকা ৬৭ পয়সা।


গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৪৪ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৯৯ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১৫ দশমিক ৭৬।


(ঢাকাটাইমস/১৯অক্টোবর/জেবি)