logo ২৪ এপ্রিল ২০২৫
শেয়ারবাজারে বড় দরপতন, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ অক্টোবর, ২০১৫ ১৬:৪২:৪৯
image

ঢাকা: দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কর্মদিবসেও বড় ধরনের দরপতন হয়েছেন, তবে বেড়েছে লেনদেন। এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচকের বড় পতন ঘটেছে।


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৩৯ পয়েন্ট। আগের দিন বুধবার এ সূচকটি কমে ৬৩ পয়েন্ট।


অপর বাজার সিএসইতে বৃহস্পতিবার সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৭৭ পয়েন্ট। বুধবার এই সূচকটি কমেছিলো ১১৯ পয়েন্ট।


এদিকে সূচক কমলেও দুই বাজারেই লেনদেন বেড়েছে। ডিএসইতে দিন শেষে লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৯৫ কোটি ৫৯ লাখ ‍টাকা বেশি।


এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। আর দাম বেড়েছে ৯৮টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি।


সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৫৭ লাখ টাকা বেশি। এই বাজারটিতে লেনদেন হওয়া ১৩২টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে। আর দাম বেড়েছে ৬৫টির এবং অপরিবর্তীত আছে ৩১টি।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেডিএস এক্সেসোরিস, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, জিপি, ইউনাইটেড এয়ার, আমান ফিড, সিভিও পিআরএল, ব্র্যাক ব্যাংক, ইমারেল্ড অয়েল ও সিটি ব্যাংক।


দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেডিএস এক্সেসোরিস, আইপিডিসি, বিচ হ্যাচারি, প্রাইম ১ আইসিবিএ, আমান ফিড, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, জাহিন স্পিনিং, আরামিট ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।


অন্যদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- এ্যাপোল ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, মডার্ন ডাইং, স্ট্যাইল ক্র্যাফট, জিলবাংলা, ব্র্যাক ব্যাংক, জিপি, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, হাক্কানি পাল্প ও অলটেক্স।


(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর)