logo ২৪ এপ্রিল ২০২৫
বাড়ছে শাইনপুকুরের দাম, কারণ জানা নেই ডিএসইর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ অক্টোবর, ২০১৫ ১১:৪৬:০৬
image

ঢাকা: টানা এক মাস ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকসের দর বাড়লেও এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ দর বাড়ার পেছনে কোনো কারণ কোম্পানিটির জানা নেই।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।


তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০.৩০ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ৭ অক্টোবর তা দাঁড়ায় ১৩.১ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২.৮ টাকা। দর বাড়ার এ হার ২৭.১৮ শতাংশ।


কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।


দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কিনা তা জানতে চেয়ে ৭ অক্টোবর কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান গুনেছে ২ পয়সা। এছাড়া কোম্পানিটি ২০১২ সালে সর্বশেষ বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিলেও ২০১৩ ও ২০১৪ সালে কোনো লভ্যাংশ প্রদান করেনি।


লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে কোম্পানিটির।


(ঢাকাটাইমস/৮অক্টোবর/এমআর)