বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুঁজিবাজার মেলা
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৫ ১২:৫১:৩৬

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দুই দিনব্যাপী মেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। বন্দর নগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এই মেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। এবারের মেলায় মোট ৯৮টি স্টল অংশগ্রহণ করবে। এটি হবে সিএসইর ৫ম পুঁজিবাজার মেলা।
সিএসই’র এবারের মেলার উৎসবকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি। এই পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এবারের এই মেলায় যোগ হয়েছে সেমিনার, র্যাফেল ড্রসহ আরও অনেক আয়োজন। এছাড়া পুঁজিবাজার সম্পর্কে নানাবিধ জিজ্ঞাসার জবাবও পাওয়া যাবে মেলায়। এজন্য থাকবে পুঁজিবাজার বিশেষজ্ঞ।
মেলা আয়োজনের বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন বলেন, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিএসই। সিএসই অনুধাবন করছে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতনতা। তাই সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করে তুলতে সিএসই বদ্ধপরিকর। এই মেলায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য তাই প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সচেতনতা না থাকলে কি ঘটতে পারে এই পুঁজিবাজারে তা আমরা আগেই দেখেছি। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গভীর আগ্রহী সিএসই। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সিএসই ডিজিটাল মিডিয়াকে সফলভাবে ব্যবহার করছে। সিএসই’র ওয়েবাসাইটকে আধুনিকায়ন ও ব্যবহারবান্ধব করা হয়েছে। বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক পেজ ওপেন করা হয়েছে। প্রতিদিন এই পেজের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে, যার উপকার পাচ্ছেন বিনিয়োগকারী।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো: হেলাল উদ্দিন নিজামী এবং সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
(ঢাকাটাইমস/ ০৭ অক্টোবর /এআর/ঘ.)