সূচক কমলেও লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:০৩:৫৫
ঢাকা: দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অফর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার দিনশেষে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১.০৯ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৫২.০৮ পয়েন্টে।
লেনদেনে অংশ নেওয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১১.২১ পয়েন্ট কমে দিনশেষে ৯০৩৫.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমএন)