logo ১০ আগস্ট ২০২৫
প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৪০:২৫
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রিমিয়ার সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের এস এস খালেদ রোডের চিটাগাং ক্লাবে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।


২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৮৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২.২২ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩.৭৩ টাকা।


(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএন)