লেনদেনের পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৩১:৩২

ঢাকা: সূচক ঊর্ধ্বমুখী থাকলেও লেনদেনে পতনে সপ্তাহ শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে।
রবিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৭ পয়েন্ট কমে এক হাজার ১৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫০ পয়েন্টে স্থির হয়।
টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫১৪ কোটি ৪৩ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিন সিএসই সার্বিক সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ০৭ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির, দর কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এমএন)