বিচ হ্যাচারির পর্ষদ সভা সোমবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১১:২২:৫৫
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। সেদিন বিকাল তিনটায় এ সভা অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বুধবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটি অনিবার্য কারণ বশত তা স্থগিত করেছিল।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার পুরোটাই বোনাস লভ্যাংশ।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএন)