ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৫২:১৭

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
রবিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৮ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪৪৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩১ কোটি টাকার শেয়ার। এদিন সিএসই সার্বিক সূচক দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির, দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এমএন)