logo ২৫ এপ্রিল ২০২৫
ফের পতনের ধারায় পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১২:০৭:২০
image

ঢাকা: একদিনের ব্যবধানে আবারও পতনের ধারায় দেশের পুঁজিবাজার। মঙ্গলবার সূচকের বৃদ্ধিতে লেনদেন শুরু হলেও আধ ঘণ্টার ব্যবধানে দর হারাতে শুরু করে কোম্পানিগুলো। লেনদেনের শেষ অবধি এ ধারা অব্যাহত থাকায় অধিকাংশ কোম্পানির দরপতনে দেশের উভয় বাজারে সূচকের পতন ঘটে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।


মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৭.৪৫ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭৮৪.৪৬ পয়েন্টে। সোমবার সূচক বেড়েছিল ১৯.২৬ পয়েন্ট।


লেনদেনে অংশ নেওয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল সিমেন্ট খাত। এ খাতের ৭টি কোম্পানির মধ্যে ৬টিরই দর বেড়েছে। অপরদিকে প্রকৌশল, টেক্সটাইল, ফার্মাসিটক্যালস খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। অন্যান্য খাতে মিশ্রাবস্থায় শেষ হয়েছে দিনের লেনদেন।


এদিকে গত কয়েকদিন ধরেই ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সোমবারের তুলনায় লেনদেন কমেছে ২৮ কোটি ৯৮ লাখ টাকা। দিনশেষে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৭৯ লাখ টাকা।


লেনদেনের শীর্ষে উঠে রয়েছে আমান ফিড। দিনশেষে কোম্পানিটির ২০ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারের লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। ১৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লিন্ডে বিডি।


লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— এমারল্ড অয়েল, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম, গ্রামীণফোন।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে দিনশেষে ৮৯০৪.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।


(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেবি)