সূচক ও লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:২৬:৩৮

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৮২৯ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ৪৩৪ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিলো ৩১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। এদিন সিএসই সার্বিক সূচক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টি কোম্পানির, দর কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এমএন)