ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিচ্ছে ডিআইবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৫৪:৫৩

ঢাকা: ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করবে ব্যাংকটির অন্যতম করপোরেট উদ্যোক্তা দুবাই ইসলামী ব্যাংক (ডিআইবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকের ৩০ লাখ শেয়ারের মধ্যে ২৯ লাখ শেয়ার বিক্রি করবে দুবাই ইসলামী ব্যাংক। এর আগে ১০ আগস্ট ৩৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল ব্যাংকটি।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে এসব শেয়ার বিক্রি করা হবে।
১৯৮৩ সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে এটির উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছিল ডিআইবি। ২০১৫ সালে এসে প্রায় ৩২ বছরের সেই সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে তারা।
দেশি-বিদেশি যৌথ মালিকানার ব্যাংক হিসেবে ১৯৮৩ সালের ১৩ মার্চ বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সে সময় এটিই ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ইসলামী ব্যাংক। ওই বছরের ২৩ মার্চ ৬৮১টি শেয়ার কিনে উদ্যোক্তা হিসেবে যুক্ত হয় দুবাই ইসলামিক ব্যাংক। পরবর্তী সময়ে ১৯৯০, ১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে অধিকারমূলক (রাইট) শেয়ার কিনে ও বোনাস লভ্যাংশ পেয়ে প্রতিষ্ঠানটির শেয়ারের পরিমাণ বা বিনিয়োগ বেড়ে যায়। একপর্যায়ে ডিআইবির শেয়ার বেড়ে দাঁড়ায় ২ কোটি ৭০ লাখ, যা ইসলামী ব্যাংকের মোট শেয়ারের প্রায় ১ শতাংশ।
প্রতিষ্ঠালগ্নে বাংলাদেশের ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল আট কোটি টাকা। যা এক হাজার টাকার অভিহিত মূল্য বা ফেসভ্যালুর ৮০ হাজার শেয়ারে বিভক্ত ছিল। পরবর্তী সময়ে আইবিবির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তিত হয়ে ১০০ টাকা এবং সর্বশেষ ১০ টাকা হয়।
ইসলামী ব্যাংকের বিদেশি উদ্যোক্তাদের মধ্যে রয়েছে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফিন্যান্স হাউস, জর্ডান ইসলামিক ব্যাংক, কাতারের ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ করপোরেশন, বাহরাইন ইসলামিক ব্যাংকসহ আরও বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এমএন)