কারণ ছাড়াই বিডি ল্যাম্পসের দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১১:১৮:২৪
ঢাকা: প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের প্রতিদিনই শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ১৬৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয় ১৯৩ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৭ টাকা ৬০ পয়সা বা ১৬ দশমিক ৬৮ শতাংশ।
মূলক শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক হিসেবে মনে করে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এমএন)