logo ২৫ এপ্রিল ২০২৫
স্থায়ী জামিন পেলেন ৯৬-র চার আসামি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:১০:২৪
image

ঢাকা: ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার আসামিদের স্থায়ী জামিন দিয়েছেন পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুনাল। একইসঙ্গে মামলা পুনঃশুনানির জন্য আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।


রবিবার অস্থায়ী জামিন শেষ হওয়ায় আদালতে হাজির হন মামলার চার আসামি। আসামিরা হলেন, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, প্রিমিয়ার সিকিউরিটিজের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক আনু জাগিরদার।


গত ৯ সেপ্টেম্বর সাঈদ এইচ চৌধুরী ও ৮ সেপ্টেম্বর অপর ৩ আসামি আত্মসমর্পন করলে আদালতে তাদের জামিন মঞ্জুর করেন। মামলার কার্যক্রম শুরু হওয়ার পর অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।


রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, আসামিদের পক্ষের আইনজীবীরা মামলার সাক্ষীদের পুনঃ জেরার আবেদন করলে আদালত সে আবেদনও মঞ্জুর করেছেন।


শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ মামলা করে।


মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আসামিরা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। এসব লেনদেনের বড় অংশই ছিল মিথ্যা বা প্রতারণামূলক।


(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এমএন)