logo ১২ আগস্ট ২০২৫
কেডিএস এক্সেসরিজের আইপিওর ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৩৯:০৭
image

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। বৃহস্পতিবার সকা ১০টার দিকে চট্টগ্রামে এ লটারি অনুষ্ঠিত হয়।


কোম্পানির আইপিওতে মোট ৮২৯ কোটি টাকা বা ৩৪ দশমিক ৫৪ গুণ আবেদন জমা পড়ে।


কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম যোগ করে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।


শেয়ারবাজারের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত টাকায় ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ করবে কোম্পানিটি।


আইপিও আবেদনের সঙ্গে এই কোম্পানি বিএসইসিতে ২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ২ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস।


(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এমএন)