logo ২৫ এপ্রিল ২০২৫
ইতিবাচক পরিবর্তনে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৪৩:০৩
image

ঢাকা: আগের দিনের তুলনায় কিছুটা লেনদেন বেড়ে সপ্তাহশেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। প্রধান সূচকও বেড়েছে যৎসামান্য। একই পরিস্থিতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।


বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ০ দশমিক ২৪ পয়েন্ট কমে এক হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮১৪ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।


টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৪১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।  


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেন হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার। এদিন সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির।


(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এমএন)