logo ১৮ মে ২০২৫
কারণ ছাড়াই দর বাড়ছে ম্যারিকোর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৫৩:৪০
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি।


বাজার বিশ্লেষণে জানা গেছে, গত ২৭ আগস্ট কোম্পানির শেয়ারের দর ছিলেএক হাজার ৪০৯ টাকা। এরপর দর বেড়ে ১৪ সেপ্টেম্বর এক হাজার ৬২০ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারে দর বেড়েছে ২১১ টাকা।


মূলত কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই কর্তৃপক্ষ।


(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএন)