logo ২৫ এপ্রিল ২০২৫
সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:২১:১০
image

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।


মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৭ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।


টাকার অংকে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো ৪৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।  


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির, দর কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।


 (ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএন)