logo ২৫ এপ্রিল ২০২৫
উভয় বাজারেই লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৫৯:৪১
image

ঢাকা: লেনদেনের ইতিবাচক পরিবর্তনে সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষ করেছে উভয় শেয়ারবাজার। তবে আগের দিনের তুলনায় সূচক কমেছে।


বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৪৯ পয়েন্ট কমে এক হাজার ১৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮৩৬ পয়েন্টে স্থির হয়।


টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪২০ কোটি ৪০ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ২৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিন সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির, দর কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।


 (ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএন)