logo ২৫ এপ্রিল ২০২৫
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১২.৫০% বোনাস শেয়ার অনুমোদন
ঢাকাটাইমস ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৪২:২৩
image

ঢাকা: স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড তার শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ও ১২.৫০ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন করেছে। রাওয়া কনভেনশন হল ২, ডিওএইচএস মহাখালী, ঢাকায় আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।


স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির রেজা উপস্থিত ছিলেন।


আলোচ্য ২০১৪-২০১৫ অর্থবছরে কোম্পানির মোট মুনাফা, নিট মুনাফা (করপূর্ব) এবং নিট মুনাফা (কর-পরবর্র্তী) হয়েছে যথাক্রমে ১১,৮৪২ মিলিয়ন, ৭,৫৯৬ মিলিয়ন এবং ৫,৭৭৪ মিলিয়ন টাকা। নিট বিক্রি এবং নিট মুনাফা যথাক্রমে ২৫.৩৬ শতাংশ এবং ৪২.৫০ শতাংশ বেড়েছে।


কোম্পানি আলোচ্য বছর তথা ২০১৩-১৪ সালে ৬,৩১৫ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।


পরিচালক পর্ষদ সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।


পরিচালক পর্ষদ বিনীতভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারী ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।


শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী কোম্পানির কার্যক্রমের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য সম্মানিত সকল শেয়ারহোল্ডারদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।


(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেবি)