logo ২৫ এপ্রিল ২০২৫
সপ্তাহশেষে সূচক ও লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:০৬:৩৫
image

ঢাকা: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে।


গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৫৬ কোটি ৮১ লাখ ৭৬ হাজার ৪৮০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আর এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২১৬ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৯৬৫ শেয়ার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৪০ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৫১৫ টাকা বা ১.৮১ শতাংশ।


এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ বা ৫৯ পয়েন্ট। তবে সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে দশমিক ১ শতাংশ বা ৩৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৬৩ শতাংশ বা ১৯ পয়েন্টে।


সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টি কোম্পানির। আর দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি একটি কোম্পানির শেয়ার।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৮০০ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১৬২ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৩০ টাকার।


সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ১ শতাংশ কমেছে। গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।


(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমএন)