logo ২৫ এপ্রিল ২০২৫
তৃতীয় প্রান্তিকে লোকসানে কেয়া কসমেটিকস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৫২:১৭
image

ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস তৃতীয় প্রান্তিকে লোকসান করেছে। কোম্পানিটি এই প্রান্তিকে শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান করেছে ১৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসছে।


২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২৩ পয়সা।


এদিকে জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫ পর্যন্ত শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ ছিল ২২ পয়সা। অপরদিকে ২০১৫ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যের পরিমাণ ছিল ১৯.৭৭ টাকা এবং ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি এর পরিমাণ ছিল ১৯.৮০ টাকা।


(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএন)