logo ২৫ এপ্রিল ২০২৫
কারণ ছাড়াই বাড়ছে দুই প্রতিষ্ঠানের দর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:২৮:০৮
image

ঢাকা: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত বিএসআরএম আর আইজ পাইপসের। দর বাড়ার কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানি দুটি।


বিএসআরএমের গত ১০ কার্যদিবসের মধ্যে ৭ কার্যদিবসে শেয়ারের দর বেড়েছে। ৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০৬.৮ টাকা। এরপর এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৭ সেপ্টেম্বর ১৩১.৮ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৫ টাকা।


আজিজ পাইপসের গত এক মাসের মধ্যে কয়েকদিন মূল্যের বড় ধরনের উল্লম্ফন হয়েছে। ২০ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ২০.৯০ টাকা। এরপর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৭ সেপ্টেম্বর ২৩.২০ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে দর বেড়েছে ২.৩ টাকা। দর বাড়ার এ হার ১১ শতাংশ।


(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এমএন)