logo ২৫ এপ্রিল ২০২৫
ঊর্ধ্বমুখী প্রবণতায় ঈদ পরবর্তী বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৪২:০৪
image

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচদিন বন্ধের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু করেছে দেশের উভয় শেয়ারবাজার। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।  


সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৩ পয়েন্টে স্থির হয়।


টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত ২২ সেপ্টেম্বর লেনদেন হয়েছিলো ৩৬৪ কোটি ৬৯ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির।


 (ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএন)