ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৩৬:২৮
ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে টানা পাঁচ দিন বন্ধের পর আজ সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। এ দিন সকাল সাড়ে ১০টায় উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৮১ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৯৯ পয়েন্টে।
এ সময় ডিএসইতে মোট লেনদেন হয়ো কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তীত রয়েছে ৫৭টির শেয়ার ও ইউনিটের দর। এ সময়ে ডিএসইতে মোট লেনদেন হয় ৮৩ কোটি টাকা।
এ দিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯ হাজার ৮৮ পয়েন্টে। এ সময় সিএসইতে মোট ১২৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। যার মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৩৩টি ও অপরিবর্তীত রয়েছে ২৪টি শেয়ার ও ইউনিটের দর। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৪ কোটি ৮৭ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএন)