সাইফ পাওয়ারটেকের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৫ ১০:৫৩:৫৩
ঢাকা: সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
একই সঙ্গে কোম্পানিটি তাদের মূলধন ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় উন্নিত করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।
কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩.০৭ টাকা।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএন)